পিরোজপুর অফিস :
পটুয়াখালীর বাউফল উপজেলার ‘প্রথম আলো’ পত্রিকার প্রতিনিধি এবিএম মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশের সকল সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যপী এ মানববন্ধনে প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী‘র সভাপতিত্বে বক্তব্য রখেন মঠবাড়িয়া রিপোর্টোর্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবীর, সাধারণ সম্পাদক কামরুল আকন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু, জুলফিকার আমীন সোহেল ও শামসুদ্দোহা প্রিন্স।
বক্তারা সাংবাদিক মিজানুর রহমানের বিররুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাবার হুমকি দেয়। এ সময় বক্তারা দেশের সকল সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।