জাতীয় ডেস্ক:
জামালপুরে বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. আন্দোলন সরকার (৫৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪জুলাই) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আসামি নয়নের ভাষ্যমতে আন্দোলন সরকার হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ও মামলার তদন্ত কর্মকর্তার সহযোগিতায় মঙ্গলবার রাতে আন্দোলন সরকারকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৪ জুন পেশাগত দায়িত্বপালন শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। এসময় আহত নাদিমকে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে মারা যান।
এ ঘটনায় ১৭ জুন নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা করেন। এ পর্যন্ত ইজহারনামীয় ২২ জন আসামির মধ্যে পাঁচজন গ্রেফতার হয়েছে। এখনো বাবু চেয়ারম্যানের ছেলে মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও বেসরকারি একাত্তর টেলিভিশনের জামালপুরের জেলা প্রতিনিধি ছিলেন।