হোম খুলনাবাগেরহাট সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মোল্লাহাট প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মোল্লাহাট প্রেসক্লাবের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে মোল্লাহাট প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) ৩টায় মোল্লাহাট প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সারাদেশে সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা, মামলা, নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
মোল্লাহাট প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমকর্মীগন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম, মোঃ পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার ও শিকদার জিহাদ আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম কালিম, গবেষণাও পাঠাগার সম্পাদক এম এম জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মুসা কালিম উল্লাহ, প্রচার সম্পাদক মীর মাসুদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম লিপটন, নির্বাহী সদস্য মোঃ বদিউজ্জামান, মোঃ আরিফুজ্জামান, মোঃ মাহফুজুর রহমান প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন