হোম খুলনাসাতক্ষীরা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 33 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরের স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে নিউমার্কেট মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, ডিবিসির বেলাল হোসেন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সাংবাদিক, মুনছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন সহ সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনা দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকরা সত্য প্রকাশে ভয় না পেয়ে কাজ করবেন এমন পরিবেশ তৈরি করতে হবে। পুলিশের নিষ্ক্রিয়তায় আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির হয়েছে অবণতি। পুলিশ জনগণের টাকায় বেতন নিচ্ছে অথচ সেবা দিতে পারছে না। জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম পুলিশের কার্যক্রম পরিবর্তন হবে, কিন্তু একটুও বদলায়নি। তারা নানা অনিয়ম দুর্নীতি করছে। আমরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। এই বিচার দ্রুত না আগামীতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে তারা হুশিয়ারি দেন। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন