স্পোর্টস ডেস্ক:
দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার (৬ জুলাই) অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অবসর ঘোষণা করার সময় সাংবাকিদকের প্রতি কিছু অনুরোধ করেছেন এই ড্যাশিং ওপেনার। তামিম আর্জি জানিয়েছেন, যেন ক্রিকেটারদের নিয়ে লেখার সময় সীমা অতিক্রম না করা হয়।
অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার একটা অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে আপনারা তাদের কথা ভালো লিখবেন, খারাপ লিখবেন, যা খুশি লিখবেন। কিন্তু ক্রিকেটের মধ্যেই থাকবেন, সীমা অতিক্রম করবেন না। আপনারা অবশ্যই বোঝেন, আমরা মাঝে মাঝে সীমা অতিক্রম করে ফেলি।’
এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বছরটি তাই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। তিনি জানান, ‘যারা ক্রিকেট খেলছে এখন, এটা বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। আমি আশা করব আপনারা দলের সঙ্গে একজন সদস্যের মতো করেই থাকবেন। আমি অনুরোধ করছি, দলকে সমর্থন দেবেন।’
অবসর ঘোষণায় তামিম ধন্যবাদ জানিয়েছেন সতীর্থদের। তিনি বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’
তামিম আরও বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস আমি অবশ্যই বলব, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। হয়ত আমি ভালো করেছি, কিংবা যথেষ্ট ভালো করতে পারিনি, কিন্তু আমি মাঠে থাকলে আমার শতভাগ দেয়ার চেষ্টা করেছি।’