হোম খুলনাসাতক্ষীরা সহ-সভাপতির পিতার মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের শোক

সহ-সভাপতির পিতার মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের শোক

কর্তৃক Editor
০ মন্তব্য 150 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ’র পিতা মনতাজ আলী গাজী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বার্ধক্যজনিত নানা জটিলতায় গত ১০দিন আগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মনতাজ আলীর দাফন সম্পন্ন হবে।

এদিকে সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এ শোক বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন