হোম অন্যান্যসারাদেশ সহকর্মীকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে নড়াইল সাংবাদিক সমাজের মানববন্ধন

সহকর্মীকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে নড়াইল সাংবাদিক সমাজের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলে সাংবাদিক মহল ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো হত্যা মামলায় কারারুদ্ধ সহকর্মীর মুক্তি ও মামলা থেকে অব্যহতির দাবিতে সোমবার মানববন্ধন করে। আদালত এলাকায় সমাবেত সংবাদকর্মীরা বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি, পালন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদান করেন। কর্মসূচি উপলক্ষে জেলার, বিভিন্ন প্রান্ত থেকে গনমাধ্যমকর্মীরা নড়াইল আদালত চত্বরে সমাবেত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ যোগদান করেন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, নুন্যতম কোন সম্পৃকতা না থাকা সত্বেও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের দুর্নীতির সংবাদ, প্রকাশের জেরে ঐ ইউনিয়নের গোন্ডবগ্রামে সংঘটিত রফিকুল শেখ হত্যা মামলায় এলাকার চেয়ারম্যানের ইন্দোনে প্রতিহিংসা মূলকভাবে, কাল্পনিক অভিযোগ উত্থাপন করে দৈনিক মানবজমিন ও গ্রামের কাগজের লোহাগড়া উপজেলা প্রতিনিধি শাহজাহান সাজুকে জড়ানো হয়েছে, বক্তারা সাহসী সাংবাদিক সাজুর বিরুদ্ধে ন্যাক্কারজনক এ চক্রান্তের ধিক্কার জানানোসহ অবিলম্বে তার মুক্তিও মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা,সাংবাদিক সাথী তালুকদার,সৈয়দ খায়রুল আলম.হুমায়ুন কবীর রিন্টু, মারুফ সামদানি, বিপ্লব রহমান, প্রমুখ।
মানববন্ধনে শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর যৌক্তিতদাবি সম্বলীত স্মারকলিপি তুলে দেয়া হয়।
এলাকায় আধিপতা বিস্তার নিয়ে গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে গত ১০জুন গোন্ডব গ্রামে চাচা-ভাইপো মোক্তার মোল্যা-আমিনুর রহমান হাবিব এবং রফিকুল শেখ নামে তিন ব্যক্তি খুন হন। রফিকুল হত্য মামলায় সাজুকে আসামী করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন