হোম খুলনাবাগেরহাট সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান 

সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান 

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ
মোংলা প্রতিনিধি:
সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন মোংলার কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। নব নিযুক্ত সহকারী এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন মোংলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। মনিরুজ্জামান সহকারী এ্যাটর্নি জেনারেল হিসেবে চলতি সপ্তাহের সোমবার (১৭মার্চ) নিয়োগ পেয়েছেন। এরপর থেকে মোংলার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া এলাকার লোকজনের প্রতি মমত্ববোধ থেকেই তিনিও সর্বসাধারণকে সাথে নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ফোরামে ইফতার মাহফিল করছেন। অসহায়দের দিচ্ছেন ঈদ উপহারসহ আর্থিক সহায়তাও। তাই তাকে পাশে পেয়ে আনন্দিত এখানকার মানুষ।
স্থানীয়রা বলছেন, মনিরুজ্জামান মোংলা তথা এই অঞ্চলের অহংকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাধী ছাত্র ছিলেন। শিক্ষা জীবনের মেধাকে কাজে লাগিয়ে ধারাবাহিক সফলতা অর্জন করে চলেছেন তিনি। যারই ধারাবাহিকতায় আজ সে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামীতে মোংলাসহ এ অঞ্চলের মানুষের পাশে থেকে আইন ও বিচারে প্রতিযোগিতা করবেন। এছাড়াও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে প্রত্যাশা তাদের দেশে আইনের শাসন কায়েমের জন্য সহকারী এ্যাটর্নি জেনারেল ও তার কার্যালয়ের যে ভূমিকা থাকা প্রয়োজন সেই ভূমিকা যথাযথ পালন করবেন নতুন এই সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন