হোম রাজনীতি সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ভিপি নুর

রাজনীতি ডেস্ক:

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানিয়েছেন, একদফা দাবিতে তারা শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ করছেন। সরকারপ্রধানের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের (নুর) এক বিক্ষোভ মিছিলপরবতী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা জানান।

এর আগে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিরোধীদলসমূহের ডাকা দেশব্যাপী দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় আলরাজি কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, গত ৫২ বছরে এ দেশে এমন স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ পালন হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ পালন করছে। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ করছি। সরকারপ্রধানের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

তিনি বলেন, হরতালের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ডিমের হালি ৫৬ টাকা, পেঁয়াজ ১০০ টাকা। সরকারের পতন না হলে জিনিসপত্রের দাম আরও বাড়বে, এমনকি দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই জনগণকে আহ্বান জানাব- আপনারা রাস্তায় নামুন। রাস্তার নেমে সরকারের পতন ঘটান। এই আন্দোলন দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলন মানুষের ভোট-ভাত ও খেয়েপরে বেঁচে থাকার আন্দোলন। সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে।

দলের এই অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ২৮ অক্টোবর থেকে গণঅধিকার পরিষদ রাজপথে লাগাতার আন্দোলন করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করতে আওয়ামী লীগ মোড়ে মোড়ে পাহারা বসিয়েছে, ভিন্নমতের মিছিলে হামলা করছে। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগের এই কাউন্টার প্রোগ্রাম স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তাবিষয়ক সহসম্পাদক হেলেনা আক্তার, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন