বাণিজ্য ডেস্ক:
সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে পণ্যমূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রাখার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের সঙ্গে সাক্ষাৎ শেষ সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বাড়ানো হবে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।