হোম রাজনীতি সরকারের দুঃশাসনের মাত্রা আরও বাড়বে : বাম জোট

সরকারের দুঃশাসনের মাত্রা আরও বাড়বে : বাম জোট

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দেশবাসীর ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট দূর করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগ্রাম অব্যাহত রাখাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জোটের পক্ষ থেকে আয়োজিত এক সভা থেকে এ আহ্বান জানান নেতারা। সভায় বলা হয়, বিরোধী সকল রাজনৈতিক দল ও অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে প্রহসনের নির্বাচন সংগঠিত করে বছরের শুরুতেই যে ন্যাক্কারজনক অধ্যায় শুরু করলো তা দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার উপর চরম আঘাত হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এ অবস্থা বহাল থাকলে সরকারের কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনের মাত্রা আরও বাড়বে। রাজনীতিতে দুর্বৃত্তায়িত ধারা, মূল্যবৃদ্ধির সিন্ডিকেটের দৌরাত্ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার বাড়বে। যা দেশের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। একই সাথে জনসমর্থনহীন সরকারের কারণে বিদেশি সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় নানা পদক্ষেপ নিতে সক্রিয় হবে।

সভায় বলা হয়, আমি-ডামি নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কোন নৈতিক অধিকার কারো নাই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কার্যালয় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা জোটের সমন্বয়ক কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সিপবি সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ মার্কসবাদীর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার, মিহির ঘোষ, রাজেকুজ্জামান রতন, শহিদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন ।

সভা থেকে আগামী ১৭ই জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বক্তব্য ও করণীয় তুলে তুলে ধরবে বাম গণতান্ত্রিক জোট। ওই সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আগামী তিন মাসের জন্য বাম গনতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলেও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন