খুলনা অফিস :
বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী ও ব্যক্তি মালিকানার পাটকল মালিকদের ষড়যন্ত্রে ২৫ সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার দুপুর ২টা থেকে স্ব-স্ব মিল গেটে শ্রমিক-কর্মচারীরা অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করবে। রাষ্ট্রায়াত্ব পাটকল রক্ষা, সিবিএ, নন সিবিএ সংগ্রাম পরিষদ এ কর্মসূচী আহবান করেছে।
রোববার বেলা ১১টায় খালিশপুর জুট ওয়ার্কার্স ইন্সটিটিউট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ, নন সিবিএ সংগ্রাম পরিষদ এ কর্মসুচী ঘোষনা করে। কর্মসূচীর মধ্যে ছিল রোববার পালাবদলের সময় শিফটে শিফটে মিছিল।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্ব-স্ব মিলে শ্রমিক-কর্মচারীদের সন্তানদের নিয়ে অবস্থান ধর্মঘট, ৩০জুন দুপুর ২টা থেকে ১ জুলাই দুপুর ২টা পর্যন্ত স্ব-স্ব মিল গেটে শ্রমিক-কর্মচারীদের অবস্থান ধর্মঘট। এ সিদ্ধান্ত বাতিল না হলে ১জুলাই দুপুর ২টায় শ্রমিক-কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে স্ব-স্ব মিল গেটে আমরন অনশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ, নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক সরদার আব্দুল হামিদ ও সদস্য সচিব নজরুল ইসলাম।