দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় ’করোনা ভাইরাসের’ বিস্তার রোধে সরকারি নির্দেশনা অমান্য করা ও সংক্রামক রোগ বিস্তারে অবহেলা করার অপরাধে মোবাই কোর্টে কয়েকেজনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮জুন) সকাল থেকে পৌরসদরসহ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি,সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার বিষয়ে জনসাধারনকে সচেতন করা লক্ষ্যে ওই কার্যক্রম পরিচালনা করা হয়। এ দিকে, যশোর-সাতক্ষীরা মহাসড়কে গণপরিবহণ সরকারি নির্দেশনা মেনে চলছে কিনা সেটিও পরীক্ষা করা হয়। উল্লেখ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন,জনগণকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহারের প্রয়োজনীতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা শেষে প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন মানুষের মাঝে ম্যাস্ক বিতরণ করেন।
