হোম অন্যান্যসারাদেশ সরকারি নিবন্ধন না থাকায় মাগুরায় ৭টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ

সরকারি নিবন্ধন না থাকায় মাগুরায় ৭টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ

মাগুরা অফিস :

সরকারি নিবন্ধন না থাকাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে আজ বৃহস্পতিবার মাগুরার ৩টি প্রাইভেট হাসপাতাল ১টি ক্লিনিক ও ৩টি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বন্ধ ঘোষিত ওই প্রতিষ্ঠান গুলো হচ্ছে মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার নিউ একতা ক্লিনিক, শহরের হাজী আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, মাগুরা কিংস্ প্রাইভেট হাসপাতাল, মাগুরা কুইন্স ডায়াগনষ্টিক সেন্টার, শহরের হাসপাতাল পাড়ার গ্রামীণ ডায়গনস্টিক সেন্টার, দি ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস, পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য বিভাগের পরিদর্শন চলাকালে এসব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে কোন সরকারি নিবন্ধন পাওয়া যায়নি। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স নেই। এছাড়া যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নেই। এসব কারণে তাৎক্ষণিক ওই সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন