হোম খুলনাসাতক্ষীরা সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ আসামি গ্রেফতার

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ আসামি গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার নেহালপুর এলাকায় বেতনা নদী খনন কাজে বাধা, হুমকি এবং পুলিশ ক্যাম্প থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের সময় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিকে হুমকি দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক আসামিকে আটক করলে সংঘবদ্ধ জনতা ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম-এর নির্দেশনায় এবং সদর থানার ওসি মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে ২৫ ডিসেম্বর বিশেষ অভিযানে রহমত (৪৩), মোঃ আশিকুজ্জামান (২৫) ও মোঃ ইমদাদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন