রাজনীতি ডেস্ক :
বাম-ডান সবাইকে এক করে গণ-আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগের মাধ্যমে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলকে এক করে আন্দোলনে যেতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় বেশ কিছু দলের সঙ্গে সংলাপ করেছে দলটি।
শুক্রবার (৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণের ভোটাধিকার আদায় করতে চান তারা।
বর্তমান সরকারের অধীন আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। অবশ্যই আওয়ামী লীগকে সরিয়ে দিতে হবে। আমরা যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি, তা সফল করব। দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে এসে বলব, সরকার আমাদের বুকের ওপর চেপে বসে আসে। তাদের থেকে মুক্তি পাচ্ছি না।’
মির্জা ফখরুল আরও বলেন, সরকারের মদতেই দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। মন্ত্রী নিজেই স্বীকার করেছেন সিন্ডিকেট দাম বাড়াচ্ছে। তো আপনি আছেন কেন? দ্রব্যমূল্য বৃদ্ধিতে শুধু সরকারের কারসাজি নয়, সরকার সরাসরিই এর সঙ্গে সম্পৃক্ত।’
বর্তমান সরকারের অনিয়ম ও ব্যর্থতার অভিযোগ তুলে এর জবাব দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।
