হোম জাতীয় সম্প্রীতি বিনষ্টকারী কাউকে ছাড় দেয়া হবে না: সিএমপি কমিশনার

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামে দুর্গাপূজায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়। সেই সঙ্গে পূজায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন সিএমপি কমিশনার।

পরিদর্শনকালে কৃষ্ণপদ রায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরী এলাকার ২৬৬টি স্থানে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের আয়োজন করা হয়েছে। সবকটি মণ্ডপ ঘিরেই সিএমপির নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিয়মিত পোশাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটের পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবেন। এছাড়াও থাকছেন গোয়েন্দা পুলিশ সদস্যরা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে দুর্গাপূজায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এদিকে, চট্টগ্রামে পাড়া-মহল্লার প্রতিটি মণ্ডপে ব্যস্ততার শেষ নেই। পূজার আগেই শেষ করতে হবে কাজ। কেন্দ্রীয় পূজামণ্ডপ জেএম সেন হলেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে আলোকসজ্জা, মঞ্চ তৈরির কাজ।

গত বছর জেএম সেন হলসহ কয়েকটি পূজামণ্ডপে ঘটেছিল সাম্প্রদায়িক হামলার ঘটনা।

এবার চট্টগ্রাম মহানগরীতে পূজামণ্ডপের সংখ্যা ২৮৩টি। এর মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ ও ২৫টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিদর্শনে এসে সিএমপি কমিশনার পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মণ্ডপের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রতিটি মণ্ডপ ঘিরেই জাতি-ধর্ম নির্বিশেষে একটি করে শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে আলাদা গেটের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার রাখা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মণ্ডপের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন