হোম ফিচার সম্পর্কচ্ছেদ অনন্যা-ঈশানের, নতুনের হাতছানি!

বিনোদন ডেস্ক :

বলিউডে সিনিয়র তারকাদের প্রেমের গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা গেলেও যারা স্টারকিড, তাদের প্রেম তেমন শুনতে পাওয়া যায় না। তবে না শোনার মাঝেও অনন্যা পান্ডে ও ঈশান খট্টরের প্রেমটা বাতাসে ভেসে বেড়ায়। বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল তাদের প্রেমের, কিন্তু সেই প্রেমেই লেগেছে ভাঙন।

শোনা যাচ্ছে, প্রায় তিন বছর সম্পর্কে আবদ্ধ থাকার পর অনন্যা ও ঈশান নাকি আলাপ-আলোচনা করেই প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। অনন্যা ও ঈশান জানিয়েছেন, তারা এখন থেকে শুধুই বন্ধু! তবে এমন কি হলো যে, তিন বছরের প্রেমেই ভাঙন এসেছে।

অনন্যা পান্ডে ও ঈশান খট্টর দুজনে মিলে মাত্র একটি ছবি করেছেন। ছবির নাম ‘খালি পিলি’। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও অনন্যা ও ঈশানের রুপালি পর্দার রোমান্স প্রশংসিত হয়েছিল। তবে শুধু ছবির পর্দায় নয়। মাঝেমধ্যেই এই দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বাইয়ের নানা জায়গায় সময় কাটাতে। কখনো গোয়া, কখনো মালদ্বীপ। জুটি বেঁধে ছুটিও কাটিয়েছেন অনন্যা ও ঈশান।

সে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই অনুরাগীরা ভাইরালও হয়েছে। মোটামুটি এই জুটি নিয়ে রীতিমতো নানা জল্পনা বলিউডে চলতই। এত কিছুর মাঝে কী এমন ঘটল, যার জন্য ব্রেকআপ করলেন!

অনন্যা ও ঈশানের ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, ঈশান ও অনন্যা দুজনেই এখন ক্যারিয়ারে মন দিতে চান। তাই আপাতত সম্পর্ক, প্রেম থেকে দূরেই রাখতে চান নিজেদের। তবে কানাঘুষায় শোনা যাচ্ছে, অনন্যার জীবনে নাকি নতুন পুরুষের আগমন ঘটেছে। আর সে কারণেই অনন্যা ঈশানকে আর পাত্তা দিতে চান না। শোনা যাচ্ছে ‘গেহরাইয়াঁ’ ছবির পর অনন্যার সঙ্গে নাকি সিদ্ধান্ত চতুর্বেদীর মেলামেশা বেড়েছে। সিদ্ধান্তের কারণেই নাকি ঈশানকে ছেড়েছেন অনন্যা! তবে এ নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি ঈশান বা অনন্যা কেউই।

সম্প্রতি ইনস্টাগ্রামে ইশান বাইকের ওপর বসে একটি ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে ইশান লেখেন: ‘আমার নতুন প্রেম।’ নেটিজেনরা কিন্তু ইশানের এই ছবির মধ্যেও টেনে আনছেন অনন্যাকে!

সূত্র: সংবাদ প্রতিদিন

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন