অনলাইন ডেস্ক:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না। তিনি বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় নেই।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আলোচনায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘অবাক লাগে, ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে। শেখ হাসিনা না থাকায় এ দেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না।’
নেতা-কর্মী ও সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘পার্শ্ববর্তী দেশে থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব যেন উঁকি দিতে না পারে। আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব।’
রিজভী বলেন, ‘এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না।’
সাংস্কৃতিক দিক বিবেচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা এবার সরকার পতনে অনেক বড় কাজ করেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, যেকোনো আন্দোলনের সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে। যারা গ্রাফিতি করেছেন এবার, তাঁরা অসাধারণ কাজ করেছেন।