হোম অন্যান্যসারাদেশ সমাবেশের নামে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছিলো বিএনপি -স্বরাষ্ট্রমন্ত্রী

তানভীর আনজুম, জবি প্রতিনিধি :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ তারিখের সহিংসতার দায় বিএনপি কখনও এড়াতে পারবে না। আমরা এর আগে দেখেছি তাদের যেভাবে অনুমতি দেয়া হয়েছে সেভাবে করেছে কিন্তু ২৮ তারিখে সমাবেশের শুরু থেকেই তাদের নেতাকর্মীরা বেপরোয়া আচারণ শুরু করে। বিচারপতির বাসভবনে আক্রমণ করলে পুলিশ বাধা দেয় তখনই পুলিশের উপর আক্রমণ কররে। পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা করে এই দায় বিএনপির কোন নেতাকর্মী এড়াতে পারে না।

শুক্রবার জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একের পর এক সহিংসতা- অগ্নিসংযোগ করে চলছে। তারা আমাদের পুলিশ হাসপাতালে আগুন দেয়, হাসপাতালের গাড়িঘোড়া পুড়িয়ে দেয়। এক পুলিশ সদস্যকে নিঃশংস ভাবে হত্যা করেছে।
সমাবেশের নামে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছিলো তারা। বিএনপির উদ্দেশ্য ছিলো আওয়ামীলীগের শান্তি সমাবেশে যারা যাবে তাদেরকে মারধর করবে।

মন্ত্রী বলেন, আমরা কিছু উন্নত প্রযুক্তির গোপন ক্যামেরা রাস্তায় সেট করেছিলাম সেগুলোও তারা নষ্ট করে দিয়েছে যেন এসব সহিংসতার কোন আলামত না থাকে। তারপরও আমাদের হাতে বেশকিছু আলামত আছে আমরা চেষ্টা করছি সেগুলো দেখে শনাক্ত করতে।

বিএনপিকে গ্রেফতার কারার কারন জানিয়ে তিনি বলেন, সারাদেশ থেকে তাদের নেতাকর্মী এনেছিলো। নেতারা ঘরে বসে যেভাবে নির্দেশনা দিচ্ছিলো তারা সেভাবে সহিংসতা করেছে এজন্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

আজ জেলহত্যা দিবসে সকালে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা। এসময় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন