হোম খুলনাসাতক্ষীরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই ,মুহা: রবিউল বাশার

সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই ,মুহা: রবিউল বাশার

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী— এই স্লোগানকে সামনে রেখে আদর্শ সমাজ গঠনে আমাদের নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠন করা সম্ভব। তাই মানবতার কল্যাণে, জনগণের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শুধু পাড়া—মহল্লায় নয়, প্রতিটি গলি, প্রত্যেক বিল্ডিং ও ফ্ল্াটে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে। একইসঙ্গে নিজের যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে দুনিয়ার মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় কর্মতৎপরতা বজায় রাখতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে সমাজকল্যান বিভাগের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে এবং সমাজ কল্যান বিভাগের বিভাগীয় সেক্রেটারী মাহবুবুল আলমের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জাতির বৃহৎ স্বার্থে আমাদের গণমুখী নেতৃত্ব তৈরির বিকল্প নেই। জামায়াত একটি গণমুখী কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। এই আদর্শভিত্তিক আন্দোলনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা গ্রহণ লক্ষ্য নয় বরং লক্ষ্য একটাই— আদর্শের বিজয়, দ্বীন ইসলামের বিজয়। একইসঙ্গে এই আন্দোলন গণমুখী আন্দোলন। এর জাগতিক লক্ষ্য দুনিয়ার সর্বস্তরের জনমানুষের কল্যাণ নিশ্চিত করে আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই লক্ষে বাস্তবায়নে আমাদের সাহাবায়ে কেরামের চরিত্র ও শহীদ নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন