রাজনীতি ডেস্ক:
পাঁচ বছরে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নগদ অর্থ কমেছে ছয় গুণেরও বেশি। তবে ব্যাংকে জমা করা আমানত বেড়েছে ৩২ গুণ। ব্যবসায় বেড়েছে দিগুণেরও বেশি।
হলফনামা বিশ্লেষণে জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনীত বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নগদ টাকার পরিমাণ ছিল ১৪ লাখ ৮ হাজার ২৫৪ টাকা। তবে সেই নগদ টাকা ২০২৩ সালে এসে কমে হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। এই হিসেবে নগদ টাকার পরিমাণ কমেছে প্রায় ছয় গুণ। তবে ব্যাংক হিসেবে টাকার পরিমাণ বেড়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাংকে টাকার পরিমাণ ছিল ২ লাখ ৮৮ হাজার ৩২৩ টাকা। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ব্যাংক হিসেব বেড়ে দাঁড়িয়েছে ৯২ লাখ ১৯ হাজার ৩৭৫ টাকা।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে ২০১৮ সালে ছিল ৪ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা। এবার ২০২৩ সালে দেখা গেছে ৯ লাখ ৭৩ হাজার ৪১৭ টাকা।