হোম রাজনীতি ‘সমঝোতার ২৬ আসনে জাপাকে বিক্রি করেছেন কাদের’

‘সমঝোতার ২৬ আসনে জাপাকে বিক্রি করেছেন কাদের’

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় ২৬ আসন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলকে বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও মহাসচিবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, জাপার বর্তমান চেয়ারম্যান এক বছর ধরে বলেছেন যে জাতীয় পার্টি একাই নির্বাচন করবে। গরম গরম কথাও তার বক্তব্যে বলেছেন। তিনি নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে আবার সমঝোতা করলেন। তার কথা আর কাজে কোনো মিল নেই।

আওয়ামী লীগের সঙ্গে ২৬ আসন সমঝোতার মধ্য দিয়ে গোটা দলকে তিনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু সেই ২৬ আসনেও জাতীয় পার্টির যে ভরাডুবি হয়েছে তার দায় জি এম কাদেরের, যোগ করেন তিনি।

জাতীয় পার্টির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের নাম মুছে দেয়ার চেষ্টা করছেন কাদের। দলের প্রতি নিবেদিতপ্রাণ বহু নেতাকর্মীকে দল থেকে তিনি অব্যাহতি দিয়েছেন। পল্লিবন্ধু এরশাদের সহধর্মিণীকে তার নিজ দল থেকে বিতাড়িত করার মতো ঘৃণ্যিত কাজ করছেন কাদের। আমরা অল্প সময়ের মধ্যেই পল্লিবন্ধু এরশাদের চেতনা নিয়ে আবার উজ্জীবিত হব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন