হোম খেলাধুলা সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ অচলাবস্থা ও চাপের মুখে অবশেষে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বিতর্কিত ও কড়া মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ম্যাচ বয়কট, বিপিএলের ম্যাচ স্থগিতের আশঙ্কা এবং মাঠে-গ্যালারিতে উত্তেজনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

সিলেট পর্ব শেষে আজ (১৫ জানুয়ারি) ঢাকায় বিপিএলের খেলা শুরু হওয়ার দিনই সংকট চরমে ওঠে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দিনের প্রথম ম্যাচ শুরু হয়নি। গ্যালারিতে দর্শক, মাঠে ফাঁকা উইকেট আর হোটেলে অবস্থান করা খেলোয়াড়—বিপিএলের ইতিহাসে নজিরবিহীন এই পরিস্থিতি তৈরি হয়। দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে হোম অব ক্রিকেট, সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কোয়াব আগেই সময়সীমা বেধে দিয়েছিল। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণাও আসে। রাতভর আলোচনা ও দফায় দফায় বোঝানোর চেষ্টা করেও ক্রিকেটারদের অবস্থান বদলাতে পারেনি বিসিবি। এমনকি কোয়াবের সংবাদ সম্মেলনেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ক্রিকেটাররা। এরই মধ্যে সব জটিলতা কাটাতে এই সিদ্ধান্ত বিসিবির।

জানা গেছে, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিতে যাচ্ছে বিসিবি। দুপুরেই জরুরি অনলাইন সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিচালক হিসেবে থাকছেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন