হোম জাতীয় সবার সাথে আলোচনা করে নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি: ফখরুল

জাতীয় ডেস্ক:

সকলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। আরও বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল থেকে ফেরার পরে খালেদা জিয়া ভালো আছেন। তবে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে না পারায় খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন