রাজনীতি ডেস্ক:
ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, সবার নজর এখন ঢাকা-১৭ (গুলশান- বনানী-ভাষানটেক-সেনানিবাস) উপনির্বাচনে। তাই এই নির্বাচনকে ছোট করে দেখা যাবে না।
রোববার (১৮ জুন) রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাহী কমিটির জরুরি সভায় তিনি একথা বলেন।
বজলুর রহমান বলেন, ঢাকা-১৭ উপনির্বাচন আরাফাতের নয়; নির্বাচন নৌকার, নির্বাচন শেখ হাসিনার। তাই সবাইকে একযোগে এই নির্বাচনে কাজ করতে হবে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে।
‘ঢাকা-১৭ উপনির্বাচন অল্প সময়ের জন্য হলেও এই নির্বাচনে সবার নজর। এই নির্বাচনকে ছোট করে নেয়ার কোনো অবকাশ নেই, অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি আমরা,’ বলেন তিনি।
ভোটার উপস্থিতি যেন ভালো হয় সে বিষয়ে কাজ করার কথা জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভোটাররা এখন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে। সম্প্রতিক নির্বাচনগুলোতে আমরা তাই দেখেছি। তাই ঢাকা-১৭ উপনির্বাচনেও ভোটারদের কেন্দ্রমুখী করতে চাই। ২০২৪ সালে জাতীয় নির্বাচনের আগে এই উপনির্বাচন হলো আমাদের জন্য একটা ওয়ার্মআপ। তাই এই নির্বাচনে নৌকাকে জয়ী করার মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমাদের।
উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।