জাতীয় ডেস্ক:
মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের চালান ধরা পড়লো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। তবে এবার ধরা পড়ার ভয়ে চোরাচালানকারী কনভেয়ার বেল্টে সিগারেটের প্যাকেটের ভেতর বারগুলো রেখেই পালিয়ে যায়। পরে এনএসআই ও বিমানবন্দর শুল্কগোয়েন্দা বিভাগ যৌথ তল্লাশিতে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে। যেগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ১৯ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া G9-526 ফ্লাইট থেকে এসব স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আল আমিন প্রধান বলেন, ‘এয়ার এরাবিয়া G9-526 ফ্লাইটটি বিমানবন্দরে আসার পর যাত্রীদের ব্যাগেজ বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্টে পরিবহনের সময় একটি সিগারেটের প্যাকেট তিনবার বেল্ট ঘোরে। বিষয়টি এনএসআই কর্মকর্তাদের নজরে আসতেই বিমান বন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা সন্দেহজনক সিগারেটের প্যাকেটটি তল্লাশি করেন।
এ সময় প্যাকটটির ভেতরে বিশেষ কায়দায় সিলভার কালারের স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। ২৪ ক্যারেটের এসব বারের ওজন প্রায় দেড় কেজি। যেগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’