হোম খেলাধুলা সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন তামিম

সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন তামিম

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
গতকালই জানা গিয়েছিল কিছুটা সুস্থ হয়ে ঢাকায় ফিরবেন তামিম ইকবাল। মঙ্গলবার ইফতারের সময় পুলিশ প্রটোকলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ও মোহামেডানের সদস্য সচিব মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল (সোমবার) হার্টে রিং পরানোর পর থেকেই তামিমের অবস্থা একটু একটু করে উন্নতি হতে থাকে। রাতে পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আজ (মঙ্গলবার) সকালে সিসিইউ থেকে অল্প সময়ের জন্য কেবিনে নেওয়া হয় দেশসেরা এই ওপেনারকে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন।

গতকালই বলা ছিল, কিছুটা সুস্থ হলে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা-নিরিক্ষার পর তামিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ঢাকায় আনার সিদ্ধান্তটি পারিবারিক ভাবেই নেওয়া। তামিম নিজেও চাচ্ছিলেন এভারকেয়ার হাসাপাতালে যেতে। এই কারণেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেছেন, ‘পুরো বিষয়টিই পারিবারিক ভাবে নেওয়া। এর সঙ্গে আমাদের সম্পৃক্ততাও ছিলো। অবশ্যই ডাক্তারের মতামতের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সন্ধ্যার সময়টা বেছে নেওয়ার মূল কারণ মূলত ট্রাফিক এড়ানো। ইফতারের সময়টাতে রাস্তাঘাট একেবারেই ফাঁকা থাকে। এই সময়টাতে প্রলিশ প্রটোকলের মাধ্যমে সাভার থেকে বসুন্ধরায় অবস্থতি এভারকেয়ার হাসপাতালে তামিমকে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে মোহামেডানের এই কর্মকর্তা বলেছেন, ‘ইফতারের পর পরই গাড়িতে করে তামিমকে নিয়ে যাওয়া হবে। পুরো রাস্তায় যানজট। ইফতারের পর রাস্তা ফ্রি বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম পুলিশ প্রটোকলও পাবে। সর্বোচ্চ মহল থেকে এই সিদ্ধান্ত আসছে। ’

তামিম মাঠে গুরুতর অসুস্থ হন সোমবার। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন