জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে তীব্র ঢেউয়ে পানি ঢুকে পানগাঁ এক্সপ্রেস নামে একটি কন্টেইনারবাহী জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজটি উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বন্দরের উদ্ধারকারী জাহাজ।
বৃহস্পতিবার (৬ জুলাই) জাহাজটি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁ বন্দরে যাচ্ছিল। বিকেলে সন্দ্বীপ চ্যানেলে প্রবেশ করার পর তীব্র ঢেউয়ে পানি ঢুকে জাহাজটি ডুবে যাচ্ছে। এখনও জাহাজের নাবিক এবং ক্রুদের সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি।
