সংকল্প ডেস্কঃ
বেস্ট টিমের নামে ফেসবুক লাইভে বিতর্কিত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ শাহানাজ পারভিন মিলিকে মহিলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় তাকে সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। ইতোমধ্যেই সন্ত্রাসী কর্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদা আক্তার বানু ও সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এডঃ শাহানাজ পারভিন মিলি দলীয় পদ ব্যবহার করে সংগঠন বিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছিলেন। বারবার সতর্ক করার পরও তিনি কর্ণপাত করেননি। তার মধ্যে কোন পরিবর্তন ও লক্ষ্য করা যায়নি। সর্বশেষ গত ২৮ আগষ্ট সাতক্ষীরা সদর উপজেলার পরানদহ গ্রামের এক ট্রালি চালকের বাড়িতে সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাংচুর ও লুতপাটের অভিযোগে মিলি ও তার স্বামী মোস্তাফিজ সহ কয়েকজনের নামে থানায় মামলা হয়। পুলিশ এ মামলার অন্যতম আসামী শাহানাজ পারভিন মিলি ও তার স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যার কারণে তাকে দলের পদ থেকে বহিষ্কার করা হলো।