হোম বিনোদন সন্তান ভূমিষ্ঠের পর প্রকাশ্যে ইলিয়ানার স্বামী

বিনোদন ডেস্ক:

পিতৃপরিচয় গোপন রেখেই অন্তঃসত্ত্বা হবার খবর প্রকাশ্যে আনেন ইলিয়ানা ডি’ক্রুজ। সন্তান জন্মের পর পরই সন্তানের বাবার পরিচয় প্রকাশ্যে আনলেন নায়িকা।

১ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। অনেকেই ভেবেছিলেন, একাই সন্তানকে বড় করবেন এই অভিনেত্রী। তবে না, সব গুঞ্জনকে ঝেড়ে ফেলে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরই জানিয়ে দিলেন ছেলের বাবার নাম।

ইলিয়ানার প্রেমিক হিসেবে যাকে চিনতো সবাই তিনি তার সন্তানের বাবা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু-সপ্তাহ আগেই বিয়ে সারেন অভিনেত্রী। তবে বিয়েটা সেরে ফেলেন গোপনেই।

চলতি বছর ১৩ মে বিয়ে করেন অভিনেত্রী। এবং গর্ভবস্থার প্রতিটি পর্যায়ে যিনি সর্বক্ষণ তাকে আগলে রেখেছিলেন, তিনি ইলিয়ানার প্রেমিক নন, তিনি অভিনেত্রীর স্বামী। নাম মাইকেল ডোলান। সূত্রের খবর খ্রিস্টীয় আচার মেনেই বিয়ে হয় তাদের।

সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত পোস্ট

মতামত দিন