খেলাধূলা ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। ৬৬২ রানের বিশাল টার্গেট দিয়ে ৫৪৬ রানে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের পর সতীর্থদের খেলা নিয়ে সন্তুষ্টি ঝরেছে অধিনায়ক লিটন কুমার দাসের কণ্ঠে। ব্যাটার, পেসার, স্পিনারসহ সবার প্রশংসা করেছেন তিনি।
প্রথম ইনিংসে ৩৮২ রান করেছিল বাংলাদেশ। এ ইনিংসে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল হাসান জয় করেন অর্ধশতক। জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ১৪৬ রানে। ৪ উইকেটে ৪২৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লাল সবুজের প্রতিনিধিরা। এই ইনিংসে শান্তর পাশাপাশি সেঞ্চুরি করেন মুমিনুল হকও। ফলে ৬৬২ রানের বিশাল টার্গেট পায় সফরকারী দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানে থামে আফগানদের যাত্রা।
এটা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়। বাংলাদেশের চেয়ে বড় ব্যবধানে জয় আছে আর মাত্র দুটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এর ছয় বছর পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অজিরা। তালিকার চতুর্থ স্থানেও আছে অস্ট্রেলিয়ার নাম। ১৯১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩০ রানে জিতেছিল তারা।
এমন জয়ের পর লিটন কুমার বলেন, ‘আমি অনেক খুশি। সবাই ভালো খেলেছে। আবহাওয়া অনেক গরম ছিল। তাই খেলা আমাদের জন্য সহজ ছিল না। বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই ব্যাটারদের, যেখানে শান্তর নাম আলাদা করে নিতে হবে। গরমের মধ্যে বোলাররাও দারুণ বল করেছে। আমাদের দুর্দান্ত কয়েকজন পেসার ও স্পিনার আছে। তাতে কাজটি সহজ হয়েছে।’
