হোম খুলনানড়াইল সড়কে মরনঘাতি ট্রলি গাড়ি বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন এলাকাবাসীর

সড়কে মরনঘাতি ট্রলি গাড়ি বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন এলাকাবাসীর

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
গত এক সপ্তাহের মধ্যে নড়াইলের নড়াগাতি এলাকা ট্রলি চাপায় মারা গেছেন দুইজন। এদের মধ্যে ১২ জুন এক প্রবীণ দম্পতি কালিয়া বড়দিয়া রোড়ে এবং এবং ১৬ জুন ট্রলি চাপায় পানিপাড়া রোড়ে মারা যান সৌদি প্রবাসী যুবক। একই এলাকায় এ ধরনের মর্মান্তিক দূর্ঘটনার জন্য দায়ী করে সড়কে ট্রলি চলাচল বন্ধ করার দাবীতে মানববন্ধন করেছে নড়াগাতি এলাকাবাসী। শনিবার (২১জুন)বিকালে নড়াগাতি বাজারে বিক্ষোভ শেষে নড়াগাতি থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীর দাবী, অপরিনত বয়সী ছেলেরা বেপরোয়া ভাবে সরু সড়কে ট্রলি চালিয়ে প্রাণ নিচ্ছে নিরিহ মানুষের। এটা নিয়ন্ত্রন করতে না পারলে প্রতিদিনই প্রাণ হারাবে মানুষ। তারা ট্রলি,লাটা সহ অবৈধ গাড়ি নিয়ন্ত্রনের দাবী জানান। এ ছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে টলি, নসিমন, করিমন, ভটভটি-সহ অবৈধ ও প্রাণঘাতী যান চলাচল বন্ধ করা এবং মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সেতুর ল্যাম্পপোস্টের বাতি সচল রাখা, কালিয়া-চাপাইল সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার, সেতুর পাড়ে ময়লার স্তুপ অপসারণ ও পরিবেশ রক্ষা, বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও ভৌতিক বিল সমস্যা সমাধানের দাবি তোলেন বক্তারা।

বক্তারা আরও বলেন, “এগুলো কোনো রাজনৈতিক দাবি নয়, সাধারণ মানুষের জানমাল রক্ষার ন্যূনতম অধিকার। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন