হোম ফিচার সঞ্জয়ের জন্য সিনেমা থেকে বাদ পড়েন আমিশা!

বিনোদন ডেস্ক :

বি টাউনে বলিউড স্টারদের রেষারেষি নতুন খবর নয়। মাঝেমধ্যে তারকারা প্রকাশ্যেই ঝামেলাতে জড়ান। সেই ঝামেলার কারণে কখনো কখনো খোয়া যায় সম্পর্ক আবার কখনো বন্ধুত্ব।

কারো ক্ষেত্রে আবার ক্যারিয়ারটাই ঝুঁকির কবলে পড়ে। তেমনই এক রেষারেষির খবর বি টাউনের এখন চর্চিত বিষয়। অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে একবার তুমুল দ্বন্দ্বে জড়িয়েছিলেন বলিউডের মুন্না ভাই সঞ্জয় দত্ত।

যেই দ্বন্দ্বের জেরে ক্ষতির মুখে পড়েছিল আমিশার ফিল্মি ক্যারিয়ার। ২০১২ সালে রোহিত ধাওয়ানের সংগীত অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্তসহ বলিউডের অন্য তারকারা। সেখানে উপস্থিত ছিলেন আমিশা প্যাটেলও।

তবে অনুষ্ঠানে আমিশার বোল্ড পোশাকে উপস্থিত হওয়াই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। আমিশার এ খোলামেলা পোশাক পছন্দ হয়নি সঞ্জয় দত্তের। সঞ্জয় খুব পুরোনো ধ্যান- ধারণার মানুষ।

মেয়েদের খুব বেশি খোলামেলা পোশাক পছন্দ করেন না তিনি। আমিশাকে ওড়না দিয়ে তার পোশাক ঢাকতে বলেছিলেন সঞ্জয়। উল্টো আমিশা ওড়না খুলে ফেলে রেগে চিৎকার শুরু করেন। সঞ্জয়কে পাল্টা প্রশ্ন করেন এ বিষয়ে কথা বলার তিনি কে!। সেই মূহূর্তেই ‍অনুষ্ঠান থেকে বেরিয়ে যান সঞ্জয়।

দ্বন্দ্ব এত দূর গড়ায় যে, আমিশার সঙ্গে কোনো সিনেমা করবেন না বলে সিদ্ধান্ত নেন সঞ্জয়। সে থেকে একের পর এক ছবি হাতছাড়া হয় আমিশার। ডেভিড ধাওয়ান ও প্রিয়দর্শনের সিনেমা থেকেও বাদ পড়েন আমিশা। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি সঞ্জয়।

অন্যদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা বলেন সঞ্জয় তার ঘনিষ্ঠ বন্ধু। সঞ্জয়ের সাথে দুর্ব্যবহারের মতো কোনো ঘটনাই ঘটেনি।

‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন আমিশা। একের পর এক সিনেমা করলেও ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান এই নায়িকা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন