অনলাইন ডেস্ক:
সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোয়ানুর জামান নয়নের নিহতের ঘটনায় শাহবাগ থানায় বাহিনীর পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানার ডিউটি অফিসার প্রশান্ত কুমার সাহা মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী হয়েছেন সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা। মামলায় আসামি করা হয়েছে ট্রাকচালক মো. বেল্লাল হোসেন ওরফে সুমন (৩৬) ও তার সহকারী ফরহাদ হোসেন (২০)।
মামলার অভিযোগে বলা হয়, বুধবার রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার তথ্য পেয়ে ঘটনাস্থলে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম আসে। এই টিমের টিম লিডার ছিলেন মো. হুমায়ুন কবির। অপারেশনাল কাজ চলার সময়ে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনের রাস্তা পারাপারের সময় গুলিস্থান জিরো পয়েন্ট থেকে কারওয়ান বাজারগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে ফায়ার ফাইটার নয়নকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক বাদীসহ সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উপস্থিত ছাত্র-জনতা ঘাতক ট্রাকচালক বেলাল ও সহকারী ফরহাদকে ট্রাকসহ আটক করে ডিউটিরত থানা পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দফতরের ফায়ার ফাইটার নয়নের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। কর্ম দক্ষতার কারণে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নকে সম্প্রতি সিলেট থেকে নিয়ে এসে রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়। মাত্র দুই বছরেই স্থান করে নিয়েছেন ফায়ার সার্ভিস স্পেশাল টিমে।