হোম অন্যান্যসারাদেশ সখিপুর উদয়ন সংঘের ভোট ১৭ জুন, স্থগিতের দাবি বাদ পড়া সদস্যদের

দেবহাটা প্রতিনিধি:

১৭ জুন দেবহাটার সখিপুর উদয়ন সংঘের দ্বি বার্ষিক নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে নির্বাচনী তফশিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে ইতোমধ্যেই প্রার্থীতা ঘোষনা দিয়েছেন ১৬জন প্রার্থী। বেশিরভাগ পদে একক প্রার্থী থাকলেও গুরুত্বপূর্ন তিনটি পদ সভাপতি, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দীতায় অংশ নিয়েছেন একাধিক প্রার্থী। তবে সভাপতি পদ ঘিরে সদস্যদের আগ্রহ আর আলোচনা-সমালোচনার অন্ত নেই। এপদে প্রতিদ্বন্দীতা করছেন বিগত কমিটির সভাপতি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ এবং সখিপুরের সাবেক ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস। ইতোমধ্যেই ভোটার ও সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সভাপতি পদের প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে ভোটার তালিকা চুড়ান্ত নিয়ে দ্বিধাদ্বন্দ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

নির্বাচন কমিশনের সর্বশেষ চুড়ান্ত ভোটার তালিকা মোতাবেক ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে। তবে প্রায় অর্ধশত ভোটারকে নোটিশ ছাড়াই মাসিক চাঁদা না দেয়ার কারন দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ একাংশের। এনিয়ে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে রবিবার উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদ পড়া সদস্যদের কয়েকজন। বাদ পড়া সদস্যরা জানান, নির্বাচনকে একতরফা করতে আকর্ষিক কোন নোটিশ ছাড়াই তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। এজন্য তারা ১৭ জুনের নির্বাচন স্থগিতসহ পুনরায় সদস্যপদ বহাল ও নতুন তফশিল ঘোষনার মাধ্যমে নির্বাচনের দাবি জানান।

তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি বিগত কমিটির সভাপতি ও নির্বাচনের সভাপতি প্রার্থী আবু আব্দুল্যাহ আল আজাদের। তিনি বলেন, যেসকল সদস্যরা নিয়মিত সংগঠনে চাঁদা দিতেননা তাদেরকে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ি ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন বলেন, স্থানীয় একটি গ্রুপিংয়ের কারনে উদয়ন সংঘের ভোটার ও সদস্যদের মাঝে দ্বিধা-দ্বন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নের্তৃবৃন্দকে উদ্ভুত সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে দু’পক্ষকে নিয়ে এক টেবিলে বসে অভিযোগ এবং সদস্যপদ থেকে কিছু ব্যাক্তিকে বাদ দেয়ার কারণ খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন