হোম অন্যান্যসারাদেশ সখিপুর আহ্ছানিয়া মিশনের ঔষধ প্রদান

সখিপুর আহ্ছানিয়া মিশনের ঔষধ প্রদান

কর্তৃক
০ মন্তব্য 85 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে নলতা আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালকে ঔষধ প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় সখিপুর আহ্ছানিয়া মিশনের হলরুমে সংগঠনের সহ-সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় এসকল ঔষধ সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক আলহাজ্ব ডা. আকছেদুর রহমান, নলতা কেন্দ্রীয় মিশনের কোষাধ্যক্ষ মোঃ. আনারুল হক, নির্বাহী সদস্য ডা. নজরুল ইসলাম, খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান।
অনুষ্ঠানে সখিপুর আহ্ছানিয়া মিশনের সদস্য মিজানুর রহমান, আলহাজ্ব আনসার আলী, আলহাজ্ব আব্দুর গফুর, প্রভাষক হাফিজুর রহমান, কামরুল ইসলাম, হাজী আব্দুল মজিদ, গোলাম কিবরিয়া, রোভার আরাফাত, রাকিব প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন