দেবহাটা প্রতিনিধি :
লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের আয়োজনে এবং ফিরোজা মজিদ ট্রাস্ট ও সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ রোভার গ্রুপের যৌথ সহযোগীতায় দেবহাটার সখিপুরে দ্বাদশ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সখিপুর সাহেব বাড়িতে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নলতা চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইউএইচএফপিও ডা. আকছেদুর রহমানের তত্ত্বাবধায়নে এসময় রোগী দেখেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা, ডা. দেবীপ্রসাদ নয়ন, ডা. আবু হাসান, ডা. অমরেশ হালদার।
দিনভর চলমান এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, আয়োজক ও ঢাকা আহছানিয়া মিশনের ওয়াশ ও স্বাস্থ্য সেক্টর প্রধান ইকবাল মাসুদ, প্রভাষক হাফিজুর রহমান, প্রভাষক আবু তালেব, ইউপি সদস্য নূর মোহাম্মাদ, সাজু পারভীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।