হোম খুলনাযশোর সকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক:

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাতঃভ্রমণে গিয়ে ট্রেনের ধাক্কায় শাহাজাহান আলী মোড়ল নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সৈয়দপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজাহান আলী মোড়ল উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন। বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে বাজারের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

যশোর রেলস্টেশনের সহকারী মাস্টার হাসিনা খাতুন বলেন, ঢাকা বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ সকাল সোয়া ৬টার দিকে যশোর রেলস্টেশন ত্যাগ করে। ওই ট্রেনেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের মরদেহ উদ্ধারে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গেছে। তারাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন