হোম রাজনীতি সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লায় ২ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

রাজনীতি ডেস্ক:

সংসদ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কুমিল্লার দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান।

সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন: চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া এবং দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

পদত্যাগকারী আব্দুস সোবহান ভূঁইয়া বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছি। আশা করছি, নেত্রী আমাকে নৌকা প্রতীক দেবেন। তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

আরেক পদত্যাগকারী চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সংসদ নির্বাচনে দেবিদ্বার থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনব। দেবিদ্বারের সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছে। তাই উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। আশা করি প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে নৌকা প্রতীক দেবেন।’

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, চৌদ্দগ্রাম ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করেছি। সেই সঙ্গে তাদের আবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছি। পরবর্তী সময়ে আইনানুযায়ী তাদের শূন্যপদে একজন দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন