রাজনীতি ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সংলাপের আলাপ বন্ধ করে নাই। যদি দেশের মানুষের চাহিদা অনুযায়ী সংলাপ হয় তবে সেই সংলাপে বিএনপি যাবে।
সোমবার (৯ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
খসরু বলেন, আওয়ামী লীগ যদি সংলাপে যায় তাহলে ভোটচোরদের কী হবে? আওয়ামী লীগ কখনোই সংলাপে যাবে না, সংলাপে গেলে তারা বিনাভোটে আবার ক্ষমতায় যাবে কীভাবে?
খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে দাবি করে তিনি বলেন,
আজকে আমরা ভারাক্রান্ত মনে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর মুক্তির জন্য জড়ো হয়েছি। যেই দেশে ফ্যাসিস্টরা রাজত্ব করছে তাদের প্রধান কাজ হচ্ছে প্রতিপক্ষকে হত্যা করা, জেলে পাঠিয়ে দেয়া, পুলিশি হেফাজতে হত্যা করা, তাদের রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেয়া। বাংলাদেশে আজকে সেই ফ্যাসিস্টকেই দেখতে পারচ্ছেন।
এই ফ্যাসিস্ট যতদিন থাকবে ততদিন খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।