হোম জাতীয় সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে ইসি

জাতীয় ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাই সংলাপ শেষ হবে।

বুধবার (৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া শুরু হবে। প্রতিদিন চারটি করে দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত সচিব আরও জানান, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন