হোম জাতীয় সংবিধানে কোথাও লেখা নাই কেমন হলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক:

আসছে জাতীয় নির্বাচন নিয়ম মতোই হবে। সংবিধানে কোথাও লেখা নাই যে কীভাবে হলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৫ জুন) সকালে পদ্মসেতু উদ্বোধনের এক বছরপূতির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কাউকে বাদ নির্বাচন করার ইচ্ছা আওয়ামী লীগের নেই। কারণ সরকার অংশগ্রহণমুলক নির্বাচন চায়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের নাকি ১০টি আসন জুটবে না। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি’র জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কিনা ভেবে দেখার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন