পিরোজপুর অফিস:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও মহিলাদের শ্লীলতাহানির প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। সেই সাথে দেশে আর যেন কোন সংখ্যালঘুর উপর হামলার ঘটনা না ঘটে সেই জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কাউখালী উপজেলা শাখার সভাপতি সুনন্ধা সমদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি এ্যাড. পরিতোষ সমদ্দার, প্রভাষক রবিন মুখার্জী, বিপ্লব কুন্ডু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, আঃ লতিফ খসরু, লিটন কৃষ্ণ প্রমুখ।
