হোম ফিচার সংকল্প নিউজের মফস্বল বার্তা সম্পাদক ফেরদৌসের বিদায় সংবর্ধণা

সংকল্প নিউজের মফস্বল বার্তা সম্পাদক ফেরদৌসের বিদায় সংবর্ধণা

কর্তৃক
০ মন্তব্য 660 ভিউজ

সংকল্প ডেস্ক:

আজ সংকল্প নিউজের মফস্বল বার্তা সম্পাদক শেখ ফেরদৌস আহম্মেদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।সংকল্প পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যত কর্মজীবনের জন্য শুভ কামনা ও দোয়া করা হয়।এসম উপস্থিতি ছিলেন, সংকল্পের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী,প্রধান ফটো সাংবাদিক মো:নিজাম,স্টাফ রিপোর্টার প্রান্ত জয়,ফটো সংবাদিক মামুন রেজা,কনিষ্ঠ স্টাফ রিপোর্টার অন্তর বিশ্বাস,শুভ চক্রবর্তী, সংলাপ চক্রবর্তী প্রমুখ। উপস্থিত সকলেই ফেরদৌসের হাতে ফুলেল শুভেচছা ও ভবিষ্যত কর্মজীবনের জন্য শুভ কামনা ও দোয়া জ্ঞাপন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন