হোম জাতীয় সংকট মোকাবিলা করে দেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘চলচ্চিত্র শিল্পে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সেসব সীমাবদ্ধতা কাটিয়ে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে। আমরা সংকট মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’

সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩’ উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র মানুষের চিন্তাচেতনার পরিধিকে বিস্তৃত করে। সেই লক্ষ্যে আমরা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করছি। করোনা মহামারি আমাদের থেকে তিন বছর কেড়ে নিয়েছে, কিন্তু এখন মানুষ করোনার যে ভয়, সেই ভয়কে জয় করে সিনেমা হলে যাচ্ছে। এমনকি আমাদের সিনেমা দেখতে কলকাতায় এক কিলোমিটার লাইন হয়েছে, যা অভাবনীয়।’

মন্ত্রী বলেন, ১০-১২ বছর ধরে সিনেমা দেখতে লাইন ধরার বিষয়টি হারিয়ে গিয়েছিল। সেই লাইন ধরার অভ্যাস আবার ফিরে এসেছে। এখন মানুষ লাইন ধরে সিনেমা হলে যাচ্ছে।

ড. হাছান বলেন, ‘আমরা দেশের বিভিন্ন জায়গায় অনেক হল নির্মাণ করেছি। এতে মানুষ হলমুখী হবে। দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাবে।’

সিনেমা মুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘গত বছর ৭০ থেকে ৭৫টা সিনেমা মুক্তি পেয়েছে। আশা করি এ বছর তা ছাড়িয়ে যাবে। চলচ্চিত্রশিল্প আরও বহুদূর এগিয়ে যাবে।’

ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজন করা হয় এই চলচ্চিত্র উৎসবের। উৎসবে প্রদর্শিত হয় চিরঞ্জীব মুজিব, শ্যামল ছায়া, মেঘের পর মেঘ, গেরিলাসহ বেশ কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক ছবি।

অনুষ্ঠানে বাচসাসের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমীন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস ও শাহীন আলম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন