হোম ফিচার ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক :

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস করে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে। বিএনপি-জামাত শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বৃধবার (১৫ জুন) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ। কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, এর ব্যত্যয় হবে না। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি বার বার দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ষড়যন্ত্র করে নির্বাচনের সাংবিধানিক পথ থেকে বিচ্যুত করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জনগণ আবারো জয়ী করবে। বিএনপি দেশকে সর্বস্বান্ত করেছিল।বেগম জিয়া আয়কর ফাঁকি দিয়েছিল।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চায় বিএনপি। এদের দমন করতে হবে। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে।

শেখ হাসিনার অগ্নিপরীক্ষার সেতু হলো পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা করায় বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না, যেখানেই ষড়যন্ত্র সেখানেই তাদেরকে দমন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন