হোম খেলাধুলা শ্রীলঙ্কা সিরিজ নিয়ে শঙ্কা, হবে তো?

খেলাধুলা ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কারণ গেল শুক্রবার রাতে দেশটিতে আবারো জরুরি অবস্থা জারি করেছে লঙ্কান সরকার। এ অবস্থায় টেস্ট সিরিজে অংশ নিতে করুনারত্নে বাহিনী বাংলাদেশে আসবে কি না, তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন।

যদিও সেসব নিয়ে ভাবনার আপাতত কোনো সুযোগ নেই বাংলাদেশের। কারণ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার (৮ মে) থেকেই টেস্ট সিরিজকে সামনে রেখে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে প্রাথমিক স্কোয়াডে থাকা সদস্যদের। এখনো ঈদের ছুটিতে যার যার এলাকায় আছেন বেশিরভাগ ক্রিকেটার।

ইতোমধ্যে ছুটি কাটিয়ে বাংলাদেশে চলে এসেছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। কোচিং স্টাফের অন্য সদস্যরাও চলে আসবেন আজকালের মধ্যে। পরে বাংলাদেশের মূল ক্যাম্প হবে প্রথম টেস্টের ভেন্যূ চট্টগ্রামে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

এদিকে, জাতীয় দলের খেলা না থাকায় কক্সবাজারে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেখানেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো খেলার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তিনি।

মঙ্গলবার (০৩ মে) সকালে মুমিনুল হক বাড়ির পাশের বিবি হাজেরা জামে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি পরিচিতজনদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এরপর তিনি বলেন, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ওদের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারি।

মুমিনুল আরও বলেন, কোভিডের কারণে বিগত দুই বছর ওভাবে ঈদ উদ্‌যাপন করা হয়নি। কোরবানির ঈদে ছিলাম, কিন্তু রোজার ঈদে আসা হয়নি। এবার সময়টা খুব ভালো কাটছে। বাবা-মাসহ পরিবারের সবাই মিলে একসঙ্গে উদযাপন করছি।

সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সিয়াম সাধনার পরে সবাই নিজের মতো করে ঈদ করুক। সবাই দুঃখ ভুলে ঈদকে ঈদের মতো করে কাটাক। সবার জন্য দোয়া করি। দেশবাসীর জন্য শুভ কামনা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন