হোম খেলাধুলা শ্রীলঙ্কা লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে যা বললেন হৃদয়

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের শেষ ম্যাচে ৪ মেরে জাফনা কিংসকে জয় এনে দেন তাওহীদ হৃদয়। শুধু শেষ বল কেন, হৃদয় যে ৬টা ম্যাচে খেলেছেন, প্রত্যেকটাতেই ভালো করেছেন। দারুণ একটা টুর্নামেন্টে খেলে বুধবার (৯ আগস্ট) দেশে ফিরেছেন তিনি।

দেশে ফিরে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে অভিজ্ঞতা শেয়ার করেছেন হৃদয়। ভালো শুরুর পর টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে এসেছেন, এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘আমার কোনো আফসোস কাজ করে না। যা হয়েছে ভালো হয়েছে। আমি পুরো টুর্নামেন্টের জন্যও যাইনি। ওরা মাঝে আমাকে অনুরোধ করেছে। কিন্তু থাকা হয়নি।’

৬ ম্যাচে ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে হৃদয় করেছেন ১৫৫ রান। এই যাত্রায় তার দলসঙ্গী ছিলেন থিসারা পেরেরার মতো ক্রিকেটার। সঙ্গী ছিলেন হৃদয়ের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা কয়েকজনও। যাদের কারণে শ্রীলঙ্কায় সময়টা বেশ উপভোগ করেছেন তিনি। হৃদয় বলেন, ‘সবসময়ই ভালো মুহূর্ত ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ট্রিট করেছে। আমি যে বাইরের কেউ, সেটা বুঝতে দেয়নি। থিসারা ছিলেন, আমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছে এমন কয়েকজন ছিল। মনে হয়নি যে আমি ওখানে একা।’

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ফলে এলপিএলে খেলা কাজে আসতে পারে বলে মনে করেন হৃদয়। তিনি বলেন, ‘এলপিএলের পারফরম্যান্স হয়তো এশিয়া কাপে কাজে আসতে পারে। নির্দিষ্ট দিনে কেমন করব সেটা হলো চ্যালেঞ্জ। তারপরও ওইখানে গিয়েছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে ধারণা হয়েছে। একটু তো সাহায্য হবে আমার জন্য এবং আমার দলের জন্য।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন