স্পোর্টস ডেস্ক:
এক দিকে চলছে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, অন্য দিকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশি দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।
রোববার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলম্বো স্ট্রাইকার্স ও জাফনা কিংস। যেখানে তাওহীদ হৃদয় রয়েছেন জাফনা কিংসে এবং শরিফুল ইসলাম কলম্বো স্ট্রাইকার্সে।
এ দিকে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টাইগার পেসার শরিফুল ইসলাম। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে চান এশিয়া কাপে। অন্যদিকে ভালো করার আশায় রয়েছেন হৃদয়ও।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে সুইং আর অ্যাগ্রেশন দিয়ে নজর কেড়েছিলেন পেসার শরিফুল। সবার আগে ডাক পান জাতীয় দলে। এরপর লাল সবুজ জার্সিতেও সাফল্যের প্রমাণ দিয়েছেন। যার ফল হিসেবে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে।
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন শরিফুল। প্রথমবার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই বাঁহাতি পেসার। ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় করতে চান ক্যারিয়ার। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা তাওহীদ হৃদয়ও নিজের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এবারের লঙ্কান প্রিমিয়ার লিগের আসর ৩০ জুলাই শুরু হয়ে শেষ হবে ২০ আগস্ট।